বাড়ি ফেরার পথে প্রাণ গেল শাহিনুরের, অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু !
- এস এম আব্দুল্লাহ সউদ, কালাই উপজেলা প্রতিনিধিঃ
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:০৮ PM
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক। বুধবার ভোর ৬টার দিকে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু বাড়ি আর ফেরা হলো না তার। কালাই উপজেলার বাঁশের ব্রীজ এলাকায় এক অজ্ঞাত যানবাহনের ধাক্কায় পড়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই যুবক।
নিহত শাহিনুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দক্ষিণপাড়ার মৃত ছানাউল্লাহর ছেলে। স্ত্রীকে বিদায় জানিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পথে পা বাড়াতেই অপ্রত্যাশিত এ দুর্ঘটনার কবলে পড়ে অকালে থেমে যায় তার জীবন।
শাহিনুরের শ্বশুর মিজানুর রহমান জানান, সকালে মহাস্থান বাজারের দিকে যাচ্ছিলেন শাহিন। কিন্তু কিছুক্ষণ পর খবর আসে, বাঁশের ব্রীজ এলাকায় কোনো এক অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারা গেছেন তিনি। মিজানুর রহমানের চোখে-মুখে শোকের ছায়া; এমন অকাল মৃত্যুতে তিনি বাকরুদ্ধ।
কালাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
শোকাহত পরিবার, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী আজ শোকের আবহে। জীবনের প্রতিশ্রুতিকে হারিয়ে ফেলা এই তরুণের মৃত্যু যেন সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।