দিনাজপুরে শিয়ালের কামড়ে নারীসহ ১৪ জন আহত
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ PM
দিনাজপুরে শিয়ালের কামড়ে নারীসহ ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত হওয়ায় পূর্ণিমা রানীকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সদর উপজেলার উথরাইল ইউনিয়নের বেঙ্গুনদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহতদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে।
আহতরা হলেন, উপজেলার উথরাইল ইউনিয়নের রায়পুর গ্রামের পূর্ণিমা রানী (৩৮), মানিক রায় (৩৫), বকুল রায় (১৭), লিটন রায় (৩২), ধনঞ্জয় রায় (৫৫), সঞ্জিত রায় (৩৬), হৃদয় রায় (২৫), অনুপম রায় (১৩), সিদ্দিক (৭০) ও আজিজুর রহমান (৩৪)। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত মানিক রায় জানান, বুধবার সন্ধ্যায় ওই ইউনিয়নের বেঙ্গুনদিঘী রায়পুর গ্রাম থেকে পাশের বেঙ্গুনদিঘী পূর্বপাড়া গ্রামে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিলেন কয়েকজন। পথে বেঙ্গুনদিঘী এলাকায় একটি শিয়াল তাদের ওপর আক্রমণ করে। এতে ১৪ জন আহত হন।
দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. তৌহিদ জানান, হাসপাতালে ১০ জন চিকিৎসা নিয়েছেন। বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি।