১৫ নৌকাসহ অপহৃত ২০ জেলেকে ফেরত দেয়নি আরাকান আর্মি

আরাকান
  © ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ১৫টি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। দুই দিন অতিবাহিত হলেও তাদের এখনো ছেড়ে দেওয়া হয়নি। তবে তারা ওপারে সুস্থ ও ভালো আছেন। তাদের দ্রুত ফেরাতে কাজ করছে বলে জানিয়েছে বিজিবি।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভুক্তভোগী জেলে পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জেলে পরিবারের সদস্যরা অপহৃত জেলেদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বলে জানা গেছে। তারপরেও তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। তারা সবাই সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম জানিয়েছেন, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের ফেরাতে তারা কাজ করছে। তিনি জানান, ২টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১৩টি ইঞ্জিন বিহীন নৌকা যোগে মোহনায় মাছ ধরার সময় ওই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এদের সকলের বাড়ি টেকনাফের সাবরং ইউনিয়নের শাহাপরীরদ্বীপের জালিয়াপাড়ার। তবে তিনি সকলের নাম নিশ্চিত করতে পারেননি। একাধিকবার স্থানীয় জেলেদের ধরে নিয়ে যাওয়া ঘটনা ঘটেছে। আরাকান আর্মির গুলিতে এক জেলে মারা যান। প্রতিনিয়ত এমন ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে তারা আরাকান আর্মির হেফাজতে রয়েছেন। তাদের ফেরাতে বিজিবি কাজ করছে। তবে কখন ও কিভাবে আনা হবে তা এখনও নিশ্চিত নয়।