রাজৈরের ইশিবপুরে আইন–শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা :
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ PM
রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন সচেতন মহলের উদ্যোগে আইন–শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় ইশিবপুর বাজারে অনুষ্ঠিত সভায় রেজাউল করিমের সঞ্চালনায় বিশিষ্ট ব্যাবসায়ী ও সাবেক ছাত্রনেতা রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সভাপতি সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইন, যুবদল নেতা সাইদুল ইসলাম টিপু, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রিজভী আহমেদ সবুজ প্রমুখ।