তেঁতুলিয়ায় বিএনপি কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি;
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৪০ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৪০ PM
তেঁতুলিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিজ কার্যলয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়হক শাহাদত হোসেন রনজু সভাপতিত্বে আল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ছাএদলের সহ সভাপতি সায়েদ আলী, যুগ্ন সম্পাদক সোহেল রানা, খোরছেদ আলম লোকমান, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবু সাইদ মিয়া, উপজেলা ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুজ্জামান দুলাল প্রমুখ।
অনুষ্ঠনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী প্রধান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাজুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি তাজ উদ্দীনের, সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ করিম, মৎসজীবি দলের সভাপতি আসিক ইকবাল, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দীক, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহ্বায়ক হামিদুল হক লাবু, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক তোজাম্মেল হক ১নং ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান, ৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আলম, ৭নং ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, ৩নং সদর ইউপি যুব দলের আহবায়ক এরসাদুল হক, সহ উপজেলার সকল ইউনিয়নের বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।