৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- মোঃ রবিউল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি;
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২২ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২২ PM
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা।
শহর জামায়াতের সম্মানিত আমীর অধ্যাপক আব্দুল লতিফ সাহেবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সম্মানিত আমীর জননেতা অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত জেলা আমির বলেন সিপাহী জনতার এই ঐতিহাসিক বিপ্লবে অন্যতম ভূমিকা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন নেতৃবৃন্দ যার মাধ্যমে নতুন করে ইসলামী শক্তির পুনর্জাগরণ শুরু হয় এবং বহুদলীয় গণতন্ত্রের দ্বার উন্মুক্ত হয়। সাতই নভেম্বর নাহলে বাংলাদেশের স্বাধীনতা কোনভাবেই রক্ষা করা যেতনা। তাই ৭ই নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন।
পরিশেষে শহর আমীর অধ্যাপক আব্দুল লতিফ সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।