গাইবান্ধা থেকে চুরি হওয়া সেই বাস পাঁচবিবিতে উদ্ধার

গাইবান্ধা
  © সংগৃহীত

গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাঁচবিবি-কামদিয়া রোডে হরেন্দা বাজার সিরাজ চৌধুরীর চাতালের সামনে থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়ে পাঁচবিবি থানা পুলিশ কিছু জানেন না। তবে হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া বলেন, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। বুধবার ভোরে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চুরির ঘটনা ঘটে। এরপরই বাস চুরির ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী বলেন, হানিফ বাস চুরি হয়েছে এই খবর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছি। তবে পাঁচবিবিতে উদ্ধার হয়েছে সেই বিষয়ে আমার কাছে কোনো খবর নেই।

অন্যদিকে গাইবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম বলেন, হানিফ বাস চুরির বিষয়ে বুধবার সকালে একটি অভিযোগ পেয়েছি। চুরি হওয়া বাসটি উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছিল। লোকমুখে শুনেছি, বাসটি জয়পুরহাট-দিনাজপুর জেলার মাঝামাঝি সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে। অভিযোগকারী বাস উদ্ধারের বিষয়ে আমাদের কিছু জানাননি।