সিরাজগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জ
ছবিতে জব্দ কৃত চালের বস্তা  © টিবিএম

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় এক শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৩ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে সেনাবাহিনী।

শুক্রবার ভোরে উপজেলার বেড়িপোটল গ্রামের একটি ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয় বলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান।

কাজীপুর উপজেলা সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। পরে সরকারি চালগুলোসহ ওই ঘরটি সিলগালা করে দেন ইউএনও।

ইউএনও সাবরিন আক্তার বলেন, “গোপন খবরে কাজীপুর তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়িতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় ১৮৩ বস্তায় থাকা ৫ হাজার ৪৯৯ কেজি চাল জব্দ করা হয়।

“চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বস্তা পরিবর্তন করে সেগুলো অন্য বস্তায় রাখা হয়েছে। বিষয়টি খাদ্য কর্মকর্তাকে জানানো এবং চালসহ ওই ঘরটি আপাতত সিলগালা করে রাখা হয়েছে।”

এ বিষয়ে জানতে শিক্ষক জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।