রাজৈরে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ৫
- রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা;
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:১৩ PM
রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ভোটঘর এলাকায় গতকাল শুক্রবার আনুমানিক রাত ৮:০০ টায় যুবলীগ ও ছাত্রলীগের হামলায় তিতুমীর কলেজের ছাত্রদলের সহ-সভাপতি শফিউল্লাহ বাবুসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত শফিউল্লাহ বাবুকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাবুর ভাই রবিউল ইসলাম রাজৈর থানায় মামলা দায়ের করেছেন।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে যুবলীগ নেতা লিটন হাওলাদার, কালাম হাওলাদার ও ছাত্রলীগ নেতা লিয়নের নেতৃত্বে ২০ থেকে ২৫জন সন্ত্রাসী ভোটঘর বাজারে অবস্থানরত ছাত্রদল নেতা শফিউল্লাহ বাবুর উপরে হাতুড়ি ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। হাতুড়ির আঘাতে তার মাথা ফেটে যায়। তাকে উদ্ধারে এগিয়ে আসলে সম্রাট হোসেন, হাবিবুর রহমান, রবিউল ইসলাম ও রেজাউল ইসলামকে সন্ত্রাসীরা মারধর করে এতে তারাও আহত হন। গুরুতর আহত বাবুর অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, থানায় মামলা হয়েছে যুবলীগ নেতার বিরুদ্ধে। সাতবাড়িয়ার ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা লিটন হাওলাদার ও সৌরভ খানকে গ্রেফতার করা হয়েছে।