ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩৬ কেজি পলিথিন জব্দ
- ফেনী প্রতিনিধি;
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:১২ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৭:১২ PM
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকালে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ফেনী শহরের রামপুরের শাহিন একাডেমি রোডে অবস্থিত অয়ন প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানায় উৎপাদিত প্রায় ২৩৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন করায় করখানা মালিক নাজমুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা ধাযপূর্বক নগদ আদায় করা হয়।
অভিযানে প্রসিকিশন হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো: তানবীর হোসেন। অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের ল্যাব এটেনডেন্ট সাইফুল করিম রমিওসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সহযোগিতা করেন। এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা সবাইকে সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।