সিরাজগঞ্জে চার বিএনপি নেতাকে অব্যাহতি
- মোঃ রবিউল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি;
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৮:০৭ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৮:০৭ PM
সিরাজগঞ্জের রায়গঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হকসহ চার নেতাকে দল থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় আরও তিন নেতাকে সতর্ক করেছে জেলা বিএনপি। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ সই করা পত্রে এ তথ্য জানানো হয়।
অব্যাহতির পত্রে বলা হয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে অবৈধভাবে সহযোগিতা করার অভিযোগে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নুল হক, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ খান, সাবেক সভাপতি হাফিজুর রহমান আকন্দ ও উপদেষ্টা কামরুল ইসলাম বাবলুকে দলের সব পদ থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হলো।
একই ঘটনার তদন্তে অসহযোগিতার অভিযোগে জেলা বিএনপির সদস্য রাহিত মান্নান লেলিন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, সহ-সভাপতি খন্দকার শামিউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক আবু সামাকে তিরস্কারসহ ভবিষ্যতের জন্য সর্তক করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন।