ফেনীর দাগনভূঞায়  নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা 

ফেনী
  © টিবিএম

ফেনীর দাগনভূইয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দাগনভূইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে  নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা নেতৃত্বে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় হাজী রাজ্জাক কুটির শিল্পকে ৪,০০০ টাকা জরিমানা ও ১২ কেজি পলিথিন জব্দ করা হয়, আজিজুল হক স্টোর ১০০০ টাকা জরিমানা টাকা  ও ০.৫ কেজি পলিথিন, ফতেমা স্টোরক জরিমানা করা হয় ৩০০০ টাকা,  পলিথিন জব্দ করা হয় ২ কেজি এবং আলম স্টোরক জরিমানা করা হয় ৩০০০ টাকা এবং জব্দ করা হয় ২ কেজি পলিথিন।

অভিযানে  পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ তানবীর হোসেন  উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ জনাব মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায়  জেলা পুলিশ সহযোগিতা করেন। এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা সবাইকে সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।