সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
- মোঃ রবিউল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি;
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ PM
সিরাজগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ শহর-কাজীপুর সড়কের পিপুলবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল হাকিম ও হরিণা পেপুলবাড়িয়া গ্রামের তুজাম উদ্দিনের ছেলে সৌরভ উদ্দিন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পিপুলবাড়িয়া বাজারের সড়কের ওপর একটি ঢালাই মিক্সার মেশিন রাখা ছিল। এ অবস্থায় শহর থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে থাকা ওই মিক্সার মেশিনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।