তেতুলিয়ায় মিলছে চাঁদপুরের ইলিশ ,দাম কেজি ২৫শত টাকা

তেতুলিয়া
  © টিবিএম

চাঁদপুরের ইলিশ মিলছে উত্তরে সীমান্তে তেতুলিয়ায়।স্থানীয় বাজারে আমদানি তেমন না হওয়ায় সচরাচর চোখে পড়ে না মাছটির। হঠাৎ আমদানি হলেও দাম চড়া হওয়ায় গরীব-মধ্যবিত্তদের কাছে মাছটি স্বপ্নের মতোই লাগে। সেই চাঁদপুরের স্বপ্নের ইলিশ মিলছে উত্তরের সীমান্ত ঘেঁষা তেঁতুলিয়া উপজেলায়। বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫০০ টাকায়। 

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় জেলার তেঁতুলিয়া উপজেলা শহরের চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেতুলতলায় মাছটি বিক্রি করতে দেখা গেছে। ইলিশগুলো চাঁদপুর থেকে এনেছেন বলে জানালেন সাদেকুল ইসলাম উজ্জ্বল। এর আগে কয়েকবার ইলিশ এনে বিক্রি করেছেন তিনি।

চারটি বরফের বাক্সে দেখা যায় বেশ বড় সাইজের ইলিশ। এর কোনটির ওজন ১ কেজি ৫০০ গ্রামের, কোনটি ১ কেজি ৪০০, কোনটি ১ কেজি ৩০০ গ্রাম কিংবা তার কমে। অনেকেই দাম করলেও দাম হাতের নাগালে থাকায় সাহস পাচ্ছেন না মাছটি কিনতে। কেউ কেউ দাম করেই দাঁড়িয়ে থেকে দেখতে থাকেন মাছের দিকে। 

মাছের দাম করা কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, এ অঞ্চলে তো অর্জিনাল ইলিশ চোখেই দেখা যায় না। আজ দেখতে পাচ্ছি। কিন্তু যে দাম, তা কেনার সামর্থ নেই। তবে কেউ ভাগে নিলে কেনার ইচ্ছে তাদের। এ সময় এক যুবক ১ কেজি ৩শ গ্রাম ইলিশ ৩ হাজার ১০০ টাকায় কিনে নেন। তিনি জানান, বাজারে সাধারণ আসল ইলিশ পাওয়া যায় না। পাওয়া গেলেও সেগুলো জাটকা থাকে। এ ইলিশটা আসল। চাঁদপুরের। তাই কিনে ফেললাম। সব সময় তো পাওয়া যায় না। 

ইলিশ কিনতে আসা আরেকজন বলেন, বছরেও একবারও ইলিশ চোখে দেখি না। মনে হয় কয়েক বছরেও ইলিশ খাওয়া হয়নি। ভাবছি কিনবো। কিন্তু যে দাম, হাতের নাগালে। তবে কেউ ভাগে নিলে আমিও কিনবো। তিনি আরও বলেন, ইলিশের জায়গায় আমরা পাঙ্গাসই ইলিশ বলে খাই।

ব্যবসায়ী সাদেকুল ইসলাম উজ্জ্বল বলেন, চাঁদপুর গিয়েছিলাম। সেখান থেকেই নিয়ে আসলাম। এ অঞ্চলে ইলিশ সেভাবে আসে না। কিছুদিন আগে আরেকবার এনেছিলাম। এবার দুই মণের মতো এনেছি। প্রতি কেজি ২৫০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। অনেকেই কম দামে কিনতে চাচ্ছেন, কিন্তু উপায় নেই। আমাকে অনেক বেশি দামে কিনতে হয়েছে। এর মধ্যে অনেকে কিনে নিলেন।