ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৫২ PM
কমিটি গঠনকে কেন্দ্র করে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের পাঁচ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ছাত্র সমন্বয়ক কমিটিতে স্থান পাওয়া আহ্বায়ক ইমনদ্দোজা গ্রুপ এবং কমিটিতে স্থান না পাওয়া ইয়াকুব গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়।
সুনামগঞ্জ সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী ও প্রশাসন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সেই সঙ্গে আলোচনার জন্য দুটি পক্ষকে নিয়ে বসা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।