দুমকিতে বিক্রয় প্রতিনিধিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩৩ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩৩ AM
পটুয়াখালীর দুমকীতে এয়ারটেলের বিক্রিয় প্রতিনিধি মো: শাহিন শিকদারকে(২০) মারধর করে ধারালো অস্ত্রের মুখে ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেবুখালী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় দুমকী-লেবুখালী মহাসড়কে এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন দুমকী থানার ওসি ফিরোজ আহমেদ।
ভুক্তভোগী জানান, ব্যবসায়ীদের থেকে পাওনা টাকা উত্তোলন করে সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী জেলা সদরের উদ্দেশে রওনা হন শাহিন। উপজেলার মাদ্রাসা ব্রিজ এলাকায় তার মোটরসাইকেল লক্ষ্য করে আরও দুটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী ধাওয়া করে। একপর্যায়ে কাঁঠাল তলা এলাকায় তাকে আটকে মারধর শুরু করেন। এসময় ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে তার সাথে থাকা ৪০ হাজার টাকাসহ ব্যাগটি নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
দুমকী থানার ওসি মো. ফিরোজ আহমেদ বলেন, এ ঘটনায় অভিযান অব্যহত রয়েছে। জড়িতদের শনাক্ত করতে পারলে, পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।