পরিবেশ ক্লাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বে মুজাহিদ-আইন উদ্দিন
- আহমেদ রেজওয়ান:
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩৫ AM
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত পরিবেশবাদী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক (যার গভঃ সনদ নং-০৩৫৩৮) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধীনে পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা গঠন করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ স্বাক্ষরিত এক পত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ (২০১৮-১৯) সেশনের জুবাইর আল মুজাহিদ কে সভাপতি ও পরিসংখ্যান বিভাগ (২০১৮-১৯) সেশনের আইন উদ্দিন কাজীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ০১ (এক) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শাফায়াত হোসেন, জুবায়ের হোসেন রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন জনি, অর্থ-সম্পাদক জুবায়ের হোসেন সামি, দপ্তর সম্পাদক আলী আল রাহি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সায়েদ আল সাহাফ, প্রচার সম্পাদক শাফিউল্লাহ ফাহাদ, প্রকাশনা সম্পাদক রাকিবুর ইরফান ও ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া মেহেজাবিন । কার্যকরী সদস্যরা হলেন, আবদুল্লাহ আল নোমান , তাহসিন ইয়াসির ও মাজহারুল ইসলাম।
পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি জুবাইর আল মুজাহিদ বলেন, বর্তমান বিশ্বে উদ্বেগের অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের জীব বৈচিত্র্য। পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সচেতনতার কোন বিকল্প নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ পরিবেশ সুরক্ষার এই যাত্রায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আইন উদ্দিন কাজী বলেন, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমাদের প্রতি আস্থা রেখে যে গুরু দায়িত্ব দিয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেটি বাস্তবায়ন করবো। আমরাই গড়বো আগামীর পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনার বাংলাদেশ।