নোয়াখালীতে ছাগল চুরিতে ধরা পড়ে গণপিটুনির শিকার দুই কিশোর গ্যাং নেতা!
- নোয়াখালী প্রতিনিধি:
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩৮ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩৮ AM
নোয়াখালী সদর উপজেলায় ছাগল চুরিতে হাতেনাতে ধরা খেল স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্য। এঘটনায় তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
শুক্রবার (১৫ই নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর নবীর দোকান সংলগ্ন এই ঘটনা ঘটে।
আটককৃত কিশোর গ্যাংয়ের দুই সদস্য হলো: কাশিপুর গ্রামের মো. শাহীনের ছেলে ইয়াসিন আরাফাত শুভ (২০) ও আবদুর রশীদ দফাদারের ছেলে আশরাফুল ইসলাম শাকিল (২১)।
স্থানীয়রা জানায়, দাদপুর সাবেক ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলাম রাশেদ মেম্বারের খামার থেকে সন্ধ্যার দিকে একটি ছাগল চুরি করে পার্শ্ববর্তী বাগানে তাৎক্ষণিক জবাই করে মুহুর্তের মধ্যে বস্তাবন্দি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা খোঁজাখুজি করে একটি বসত ঘরে জবাইকৃত বস্তাবন্দি ছাগল সহ ওই দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশক সোপর্দ করে স্থানীয় জনতা।
স্থানীয়রা আরো জানায়, কিশোর গ্যাং এর সদস্যরা দীর্ঘদিন থেকে এলাকায় প্রভাব বিস্তার করে চুরি, মারামারি, অন্যের সম্পদ হরণ ও মাদক-কারবারের সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর নজরদারি দিলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংগঠিত হবে না বলে আশা রাখেন ভুক্তভোগীরা।
এঘটনায় ভুক্তভোগী ওই সাবেক ইউপি সদস্য গোলাম রাসেদ মেম্বার বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার এসআই কৃষ্ণমোহন নাথ জানান, স্থানীয়রা চোর ধরেছেন মর্মে খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে ২জনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।