মাদারীপুরে সড়ক দুর্ঘটনার কবলে চিত্রনায়ক রুবেল

রাজৈর
  © টিবিএম

বাংলাদেশ চলচিত্রের জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। এসময় তার এক সহযোগী ও গাড়ির চালক গুরুতর আহত হন। এছাড়া আহত হন আরও চারজন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনার শিকার হন তিনি। পরে স্থানীয়রা নায়ক রুবেলসহ বাকি আহতদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে আসেন।

সদর হাসপাতালের চিকিৎসক ইমরানুর রহমান সনেট বলেন, আহত হয়ে চিত্রনায়ক রুবেল চিকিৎসা নিয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত। তার তেমন কোন ক্ষতি হয়নি। সামান্য হাতে ও ঘাড়ে ছুলে গেছে। ড্রেসিং করে ঔষধ দিয়েছি। তিনি বলেন, গাড়ির চালক ও তার এক সহযোগী গুরুতর আহত হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।