সোনারগাঁয়ে ভয়াবহ আগুন পুরছে পেপার এন্ড পলপ তৈরির কারখানা

নারায়ণগঞ্জ
  © টিবিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপের পেপার এন্ড পলপ তৈরির কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। সোমবার (১৮ ননভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।  

ওই কারখানার, এক শ্রমিক জানায়, রাতের ডিউটি করতো অনেক শ্রমিক সেখানে আটকা পরেছে। না জানি তাদের কি হয়! আগুনের তিব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বাহির করতে পারেনি কর্তৃপক্ষ। এই রিপোর্ট লিখা পর্যন্ত সোমবার সকাল ৭ টায় আগুন ছড়িয়ে পরছে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং পর্যন্ত। নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।