দুমকীতে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ

পটুয়াখালী
  © টিবিএম

পটুয়াখালীর দুমকিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষকদের মাঝে রবি মৌসুমের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সোমবার (১৮নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম মল্লিক। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুবিধাভোগী কৃষক ও কৃষাণি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি রবি মৌসুমে উপজেলার ৪হাজার ১শত কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। চলতি মৌসুমে কৃষকদের মাঝে ৩৫ 'শ কৃষককে মুগ ডাল, ১৫ 'শ কৃষককে গম, ১৫'শ কৃষককে ভূট্টা,  ১'শ সরিষা, ২'শ জনকে সুর্যমূখী, ৯০জনকে ফেলুন, ৬০ জনকে খেসারি, ৮০ জনকে চিনা বাদাম, ১৫ জনকে সয়াবিন,১৫জনকে পিঁয়াজ এবং ১০জন কৃষকের মধ্যে মুশুরী ডালের বীজ বিতরণ করা হয়। এছাড়াও কৃষকদের মধ্যে ডিএমপি এবং  এম‌ওপি সার বিতরণ করা হয়।