গাজীপুরে ফের রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ; তীব্র যানজট
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:১৫ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১২:১৫ PM
গাজীপুর মহানগরীর জিরানী ও চক্রবর্তী এলাকায় ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করেছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
তাদের অবরোধে চন্দ্রা-নবীনগর সড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। তাদের অনেকেই বিকল্প পথে যাতায়াত করছেন।
কারখানা শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, অক্টোবরের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো আজ সকাল সাড়ে ৯টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নেন তারা। এ সময় সড়ক অবরোধ করলে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বেক্সিমকো কারখানার এক শ্রমিক জানান, গত ৫ আগস্টের পর থেকে তারা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। এখন পর্যন্ত অক্টোবরের বেতন পাননি তারা।
বেতন না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানান আরেক শ্রমিক।
অন্যদিকে বেক্সিমকো কারখানার শ্রমিকদের অসন্তোষের কারণে সারাব, জিরানীসহ আশপাশের বেশ কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ডরিন ফ্যাশন লিমিটেডের কারখানাও আছে। সোমবার থেকে ডরিন ফ্যাশন কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। রাত পর্যন্ত বিক্ষোভ করে ১১টার দিকে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। আজ সকাল সাড়ে ৯টা থেকে আবার শ্রমিকেরা জিরানী এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
কাশিমপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনের মতো আজও শ্রমিকেরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। আশপাশের এলাকায় থানা-পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন আছে।