নোয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নোয়াখালী
  © টিবিএম

‘বৈষম্যহীন কর্মক্ষেত্র- সময়ের দাবি’ এই প্রতিপাদ্যে নোয়াখালীতে গণপ্রকৌশল দিবস-২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯শে নভেম্বর) বেলা ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নোয়াখালী’র আয়োজনে অনুষ্ঠানটির উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। 

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের প্রধান সড়ক হয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, নোয়াখালীতে এসে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আইডিইবি, নোয়াখালী’র সভাপতি প্রকৌশলী আশরাফ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুর রাজ্জাক, ডিইএব প্রকৌশলী নিজাম হোসেন চৌধুরী রাসেল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এসময় অন্যান্যদের মধ্যে সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আলা উদ্দিন, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মো. টিপু সুলতান’সহ জেলার সরকারি- বেসরকারি ও প্রাইভেট সেক্টরের ডিপ্লোমা প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।