মডেল উপজেলা গড়ার স্বপ্ন সারথী নোয়াখালী সদর উপজেলার ইউএনও আঁখিনূর জাহান নীলা
- মাহমুদ ফয়সাল, নোয়াখালী প্রতিনিধি;
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৫২ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ PM
নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা যোগদানের সফলতার এক বছর পার করেছেন। তিনি ২০২৩ সালের ২৮শে আগষ্ট নোয়াখালী সদর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের এক বছরেই তার কর্মদক্ষতায় উপজেলার সরকারি -বেসরকারি প্রতিটি দপ্তরে ফিরে আসতে শুরু করেছে গতিশীল ও স্বচ্ছ কর্মকাণ্ড। ফলে জনভোগান্তি কমে গিয়ে বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। অন্যদিকে অত্যন্ত সুদক্ষ প্রশাসনিক সমন্বয়ে বিচক্ষণতার সাথে উন্নয়ন কর্মকান্ড ও প্রশাসনিক কাজের তদারকি করার প্রশংসা অর্জন করেছেন।
জানা যায়, “তিনি উপজেলার বিভিন্ন স্থানপ অবৈধ বালু উত্তোলন বন্ধের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক নেতাদের অনৈতিক তদবির গ্রহণ না করে নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও যৌতুক, বাল্যবিবাহ রোধ, বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও ইভটিজিং প্রতিরোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমান পরিস্থিতিতে উপজেলা পরিষদ ও উপজেলার ১৩টি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানের স্থলে দায়িত্বভার গ্রহণ ও উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব পালন করছেন”।
এদিকে উপজেলায় শান্তি শৃঙ্খলা সুরক্ষায় স্বেচ্ছাসেবী কমিটি, শিক্ষা কমিটি, বাজার মনিটরিং কমিটি গঠন করেছেন, ত্রাণ কার্যক্রম তদারকি, শিক্ষা-স্বাস্থ্য কৃষি-মৎস্য, যুব- সমাজসেবা বিভাগ, মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে নারী শিশু নির্যাতন প্রতিরোধ ও উন্নয়ন-আশ্রয়ণ প্রকল্প সহ সরকারি সেবামূলক বিষয়গুলো নিবিড় তদারকি করছেন এই ইউএনও। সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় উন্নীত করনে নিরলস ভাবে কাজ করছেন তিনি। এতে সন্তুষ্ট উপজেলার সর্বস্তরের জনগণ।
স্থানীয় গণমাধ্যমকর্মী নুর রহমান জানান, “সদর উপজেলার ইউএনও অত্যন্ত আন্তরিক। সেবা প্রত্যাশী মানুষদের যেকোনো বিষয় তিনি শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন”। নোয়াখালী জেলার যুব সংগঠক মাহবুবুর রহমান সোহাগ জানান, “নোয়াখালীতে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন এই নারী ইউএনও। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া’সহ সার্বক্ষণিক খোঁজ খবর রেখে মানবিক উদাহরণ সৃষ্টি করেছেন তিনি ”।
নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঁখিনুর জাহান নীলা জানান, “যতদিনই এই উপজেলার দায়িত্বে আছি সবার সহযোগিতা নিয়ে এই উপজেলার মানুষদের মানোন্নয়নে কাজ করে যেতে চাই। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারের সকল কর্মকাণ্ড সুন্দর ভাবে পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছি, যেন সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে”।