নোয়াখালীতে ৪ গরু চোর গ্রেফতার

 নোয়াখালী
  © টিবিএম

নোয়াখালী সদর উপজেলায় চার গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(১৯শে নভেম্বর) ভোরে উপজেলার দাদপুর ইউনিয়নের নলুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: চাঁদপুর কচুয়া থানার নয়াকান্দি গ্রামের  রবিউল ইসলাম (৩২), চাঁদপুর কচুয়া থানার হাসার গ্রামের আবদুর রহমান (২৪), লক্ষীপুর চন্দ্রগঞ্জ থানার গণিপুর গ্রামের মো. রিপন (২৬) ও নোয়াখালী সুধারাম থানার দাদপুর কৃপালপুর গ্রামের মো. মাইনুদ্দিন (৪০)।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ এর দিক-নির্দেশনায় এসআই কৃষ্ণমোহন নাথ ও এসআই স্বপন দে ’র সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২নং দাদপুর ইউনিয়নের নলুয়া বাজার এলাকায় ডাক্তার জনৈক মোঃ নেহাল হোসেন এর গোয়াল ঘর হতে গরু চুরি করা কালে স্থানীয় জনতা পুলিশের সহযোগিতায় ৪জন গরু চোরকে হাতেনাতে আটক করে। এসময় গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ,কিরিচ ও লোহা কাটার মেশিন জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, এঘটনায় বিক্ষুব্ধ জনতা চোরদের গণপিটুনি দিলে ৩জন মারাত্নক আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য নোয়াখালীর ২৫০ শর্য্যার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। অপর এক আসামীকে আসমীকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।