তারেক রহমানের দূরদর্শিতায় ২৪ এ নতুন সূর্য উদিত হয়েছে: এম এ হান্নান

তারেক
  © টিবিএম ফটো

তারেক রহমানের দূরদর্শিতায় ২৪ এ নতুন সূর্য উদিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাসিরনগর উপজেলা শাখার সভাপতি এম এ হান্নান।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এম এ হান্নান বলেন, “গণতন্ত্রের ছদ্দবেশে আওয়ামী বাকশালী শেখ হাসিনা একটি অপশাসনের বীজ বপন করে দীর্ঘ প্রায় পনেরো বছর সাত মাস বাংলাদেশে দূঃশাসন চালিয়েছিল। সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আমরা সমগ্র বাংলাদেশের মানুষকে নিয়ে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করেছি। 

"শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। তারেক জিয়ার দূরদর্শিতায়ই ২৪ এ নতুন সূর্য উদিত হয়েছে।”

পূর্বভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে সভায় সংবর্ধনা লাভের পাশাপাশি প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংবর্ধিত হন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল হোসেন চকদার ও সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী। 

পূর্বভাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।