রক্তশূন্য অসুস্থ্য নারীকে রক্ত দিলেন তেঁতুলিয়ার ইউএনও
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ PM
হাসপাতালে এক রক্ত শূন্যতা রোগীর জন্য জরুরী রক্ত প্রয়োজন কিন্তু রক্ত পাচ্ছে না, এই খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে নিজে রক্তদান করে পাশে দাড়ালেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি। শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছিয়া বেগম নামে ওই রক্তশূন্য অসুস্থ নারীকে রক্তদান করেন তিনি।
জানা গেছে, অসুস্থ আছিয়া বেগম জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া এলাকার জয়নুল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত, সর্বশেষ তার শরীরে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়ায় তাকে রক্তদানের কথা জানান চিকিৎসকরা।
জানা যায়, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তাহ ধরে ভর্তি রয়েছে আছিয়া নামে ওই রোগী। পরে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলে তার শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। এবং তার হিমোগ্লোবিন পরিমাণ কমে গেছে এবং তাকে বাঁচাতে জরুরী প্রয়োাজনে ৬ ব্যাগ রক্ত দানের কথা জানান চিকিৎসক। পরে তার রক্ত সংরক্ষণের জন্য তার স্বামী জয়নুল ইসলাম বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেন এবং তিনি জোগাড় করতে ব্যর্থ হন। এদিকে হঠাৎ এক রোগীর রক্ত লাগবে এবং রক্তের অভাবে অবস্থার অবনতি ঘটতে পারে এমন খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ইউএনও ফজলে রাব্বি। পরে তার রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তিনি নিজেই রক্তদান করেন ওই রোগীকে। এবং ওই রোগীর খোঁজখবর চিকিৎসক ও তার স্বামীর কাছে নেন এবং তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, তেতুলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুবেল আলম, তেতুলিয়াা ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদসহ তার অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।
এবিষয়ে ওই রোগীর স্বামী জয়নুল ইসলাম বলেন, আমার বউয়ের রক্ত লাগবে ৬ ব্যাগ, আজকের মধ্যেই এক ব্যাগ রক্ত দিতে হবে তাকে। পরে আমার ও আমার পরিবারের কারো সাথে আমার স্ত্রীর রক্তের গ্রুপ না মেলায় আমি বিভিন্ন জনের সাথে যোগাযোগ করি। কিন্তু রক্তদাতা না পাওয়ায় অনেক দুশ্চিস্তায় পড়ে ছিলাম। পরে হাসপাতাল থেকে জানানো হলো রক্ত পাওয়া গেছে,আমার স্ত্রীকে একজন রক্তদান করবেন। এসময় আমি জানতে পারি আমার স্ত্রীকে যিনি রক্ত দান করবেন তিনি আমাদের উপজেলার ইউএনও স্যার। স্যারের এমন সহানুভূতি পেয়ে আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি শুধু রক্তদান করেই পাশে থাকেননি আমাদের। আমার স্ত্রীর চিকিৎসার জন্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এবং খোঁজখবর নিয়েছেন। আমার কোন প্রয়োজন হলে তাকে জানাতে বলেছেন।
এদিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি জানান, আমি একজন রক্তদাতা। আমি এর আগেও কয়েকবার রক্তদান করেছি। আমি হঠাৎ খবর পেলাম এক অসহায় রোগীর জরুরী রক্ত প্রয়োজন। তাই রক্তদান করেছি।রোগীর কোন সমস্যা বা আর্থিক কোন সহযোগিতা চাইলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।