তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২

রংপুর
  © টিবিএম

রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বার) বিকেল আনুমানিক ৫.১০টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় আটককৃতদের প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, রংপুর কোতয়ালী বাবুখা এলাকার মৃতঃ মোবারক আলীর ছেলে, মোঃ খলিল মিয়া(৩০) এবং মৃতঃ মহির উদ্দিনের ছেলে, মিঠু মিয়া(৪০) নামে ব্যক্তিদ্বয়কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়েছে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলায় যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে ও আইন শৃঙ্খলা রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।