টাকার প্রলোভন দেখিয়ে শাহবাগে নিয়ে আসা দবিরের বাড়ি ঘেরাও
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ PM
বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক শ' মানুষকে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের ব্যানারে মানিকগঞ্জ থেকে ঢাকার শাহবাগে নিয়ে যান দবির হোসেন। পরে টাকা না পেয়ে মানিকগঞ্জ ফিরে দবিরের বাড়ি ঘেরাও করে ভুক্তভোগীরা। এ ঘটনায় অভিযুক্ত দবির হোসেন, হাসিনা আক্তার ও দবিরের স্ত্রী চামিলী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৫ নভেম্বর) সকালে মানিকগঞ্জের বিভিন্ন এলাকার চার শতাধিক লোককে ৭টি বাসে করে ঢাকায় নেয় দবির হোসেন ও হাসিনা আক্তার। শাহবাগ যাওয়ার পর পরিস্থিতি খারাপ দেখে ওই বাসে করেই মানিকগঞ্জ ফিরে আসেন সবাই।
ফিরে এসে জরিনা কলেজ এলাকায় দবির হোসেনের বাড়ি ঘেরাও করে এসব সাধারণ মানুষ। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিথ্যা প্রলোভন দেখিয়ে লোকজন জমায়েতের অভিযোগে দবির হোসেন, হাসিনা আক্তার ও দবিরের স্ত্রী চামিলী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগীদের অভিযোগ, দবির, হাসিনা ও চামিলী তাদের সঙ্গে প্রতারণা করেছে। তাদের বলা হয়, ঢাকার শাহবাগে ড. ইউনূসের একটা সমাবেশ হবে। সমাবেশ শেষে সাধারণ মানুষকে সুদমুক্ত এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হবে। এই বিষয়টি জানিয়ে দবির, হাসিনা ও চামিলী প্রয়োজনীয় কাগজপত্র দবিরের কাছে জমা দিতে বলে। এ সময় তারা প্রত্যেকের কাছ থেকে ২৫০ টাকা করে নেয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আমানুল্লাহ জানান, ‘প্রতারক দবির হোসেন, হাসিনা আক্তার ও দবিরের স্ত্রী চামিলী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তাদের।’