পদ্মবিলা রেলওয়ে জংশনের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

যশোর
  © টিবিএম

যশোরের বাঘারপাড়া উপজেলায় পদ্মবিলা রেলওয়ে জংশনের নাম পরিবর্তন না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন মানববন্ধনরত এলাকাবাসী। শুধু রেল অবরোধ না, এমনকি বাঘারপাড়াবাসীকে নিয়ে সড়ক অবরোধও করার ঘোষনা দেন তারা। তারা বলেন, রাধানগরের মাটিতে পদ্মবিলা নামে জংশন থাকতে দেয়া হবেনা। অবিলম্বে পদ্মবিলা নাম পরিবর্তন করে রাধানগর নামকরণ করার দাবি জানান তারা। মানববন্ধনে তারা বলেন আগামীকাল যশোর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর গ্রামে নবনির্মিত রেলওয়ে জংশন প্রাঙ্গনে স্বচেতন এলাকাবাসীর ব্যানারে এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। রাধা গরের মাটিতে পদ্মবিলা স্টেশন মানিনা, মানবো না এই শ্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা আরও বলেন, পদ্মবিলা গ্রাম যশোর সদর উপজেলা বসুন্দিয়া ইউনিয়নে, আর রাধানগর বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে। এই দুই ইউনিয়নের মাঝখানে দুরত্ব প্রায় ৬/৭ কিলোমিটার। তাহলে কেন এমন করা হলো। তারা আরও বলেন, রাধানগর মৌজার জমির শতক ৯ হাজার টাকা অন্যদিকে পদ্মবিলা মৌজার জমির শতক ৭০ হাজার টাকা। এখানেই স্পষ্ট যে অর্থনৈতিকভাবে লাভবানের আশায় পরিকল্পিতভাবে একটি অসাধু চক্র একাজ করেছে।

বক্তারা বলেন, আমাদের টাকার দরকার নেই। নিজেদের জমি দিয়েছি স্টেশনের জন্য। সেই স্টেশন হতে হবে নিজ এলাকার নামে। সেটা না করে কেন অন্য উপজেলার অন্য ইউনিয়নের নামে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাধানগর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তবিবুর রহমান, হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের অধ্যাপক আশরাফ আলী, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন হোসেন, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ আনিছুর রহমান বিপ্লব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঘারপাড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জিল্লুর রহমান, তরুণ,আসাদ,মাহমুদুর রহমান সবুজ, শহিদুল ইসলাম বুলবুল, শাহিনুর রহমান, আমিরুল ইসলাম বুলু প্রমুখ।