নোয়াখালীতে ৩১ দফা প্রচারণায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ক‍্যাম্পেইন

নোয়াখালী
  © টিবিএম

রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালী সরকারি কলেজ’সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দিনভর ক‍্যাম্পেইন করেছেন ছাত্রদল। এ সময় সুস্থ ধারার রাজনীতিতে মেধাবী নেতৃত্ব তৈরি করার আহ্বান জানান তারা।

বুধবার (২৭শে নভেম্বর) দিনব্যাপী নোয়াখালী সরকারি কলেজের নতুন ও পুরাতন ক্যাম্পাস’সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক‍্যাম্পেইন করা হয়।WhatsApp Image 2024-11-27 at 8-08-18 PM

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ বলেন “ ঘুণে ধরা রাষ্ট্রকে সংস্কার করে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের করণীয় কি সম্পর্কে জানাতে শিক্ষার্থীদের সামনে আমাদের আসা। 

তিনি বলেন, বিগত দিনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সদ্য নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শুরু থেকে এদেশের বিরোধিতা করে তারা নিজেদের মতকে সাধারণ শিক্ষার্থীদের মত বলে চালিয়ে দেওয়া ও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্য যে বার্তা দিয়েছেন তা হলো, “আমরা আগামীতে একটি নিরাপদ ক্যাম্পাস উপহার দেব, যেখানে কোন শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে না, চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে না, কোন শিক্ষার্থী ইভটিজিং ও ধর্ষণের শিকার হবে না, কোন শিক্ষক আর লাঞ্ছনার শিকার হবে না”।

কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়াদ আরো বলেন, “ছাত্রদল ইতিবাচক ও ভালো কাজের প্রতিযোগিতায় থাকবে। ‘বাংলাদেশে ছাত্রলীগ যে কলঙ্কজনক অধ্যায়ের ইতিহাস রচনা করেছে’ ছাত্রদল ইতিবাচক কাজের মধ্যে দিয়ে সেই গৌরবোজ্জ্বল ধারা ফিরিয়ে নিয়ে আসবে”

ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদুর রহমান রায়হান, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বিশাল সহ আরো অনেকে। 

এসময় নোয়াখালী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সরঞ্জাম প্রদান এবং বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস সম্বলিত বুকলেট, রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ধানের শীষের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।