হাতিয়ায় ৫০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

নোয়াখালী
  © টিবিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অবস্থিত ৫০ শয্যার হাসপাতাল কে ২৫০ শয্যায় উন্নীতকরণ, এমবিবিএস ডাক্তার, নার্স-সহ বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রদান, নৌ- এম্বুলেন্স চালু করনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে হাতিয়ার সম্মিলিত সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। 

বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় জাগো বাংলা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তছলিম হোসেনের সভাপতিত্বে ও জাগ্রত দ্বীপ হাতিয়ার এডমিন আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতিয়ার ছাত্র কল্যান পরিষদের সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ, হাতিয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি এম এ ওসমান, উপদেষ্টা মোহাম্মদ মেহেরাজ উদ্দিন শাহীন, হাতি মানব কল্যাণ ফোরামের উপদেষ্টা মোহাম্মদ জুবায়ের হোসেন, হাতিয়া একতা ফাউন্ডেশনের মোঃ আব্দুর, জাগ্রত দ্বীপ হাতিয়ার পরিচালক আজগার হোসেন, আমাদের হাতিয়ার সভাপতি আয়াত হোসেন জুয়েল, নোবিপ্রোবি স্টুডেন্ট ফোরামের আব্দুস সালাম শিবলুসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। 

এ সময় বক্তারা অভিযোগ করেন হাতিয়া উপজেলার নোয়াখালী থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ উপজেলা। এই উপজেলায় মোট জনসংখ্যা প্রায় ৮ লাখ। এই ৮ লক্ষ জনসংখ্যার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য ৫০ শয্যার হাসপাতালটি কোন ভাবে সু চিকিৎসা নিশ্চিত করতে পারে না। এছাড়াও এমবিবিএস ডাক্তার, নার্সসহ বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রদান, নৌ- এম্বুলেন্স চালু করনসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য প্রশাসন সহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ৫০ শয্যা হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানান। 

মানববন্ধন শেষে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা নোয়াখালী জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।