গলাচিপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহতদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত

গলাচিপা
  © টিবিএম

গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে গত জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে -“স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে গলাচিপা অফিসার্স ক্লাবে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এসময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ও নিহতের পরিবারকে ফুল দিয়ে বরণ করা হয়। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, যাদের ত্যাগের কারণে আজকের এই নতুন বাংলাদেশ তাদের জন্য দলমতের উর্ধ্বে থেকে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে দ্বায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থান আহত নিহতের পরিবারের পাশে থাকার আহ্বান জানান। এছাড়া গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে অর্থিক সহায়তা দেয়া হবে বলে জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা সেনাক্যাম্পের ইনচার্জ মেজর এম এ মুঈদ, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসাইন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. জাকির হোসাইন, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলার আব্বায়ক মোঃ হাফিজুর রহমান খান ও ইসলামী আন্দোলন গলাচিপা শাখার সেক্রেটারি মো. জাকির হোসাইন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত নিহতের পরিবারের সদস্য, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ গণমাধ্যমকর্মীরা। স্বরণসভায় জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভা শেষে গণঅভ্যুত্থানে আহত - নিহতের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।