ফটিকছড়িতে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ফটিকছড়ি
তাবাস্সমু (৬)  © টিবিএম

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় তাবাস্সমু (৬) নামে এক মেয়ে শিশু নিখোঁজের ১৩ দিন পর বস্তাবন্দী মৃত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বেতুয়া এলকায় বাড়ির টয়লেট থেকে এই লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি মোঃ আরজুন।

নিহত তাবাসসুম (৬) ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকার আমানুল্লাহর মেয়ে শিশু। 

জানা যায়, নিহত তাবাসসুম তাদের বাড়ির নিকটবর্তী বেতুয়া এলাকায় একটি দীর্ঘদিন বন্ধ থাকা বাড়ির টয়লেটে বস্তাবন্দী মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তাবাসসুম ১৭ নভেম্বর (রবিবার) বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ভূজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

শিশুটির চাচা রাসেল বলেন- আমরা সকালে জানতে পারি টয়লেটে বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি লাশটি আমার ভাতিজির। আমার ভাই বিএনপির রাজনীতি করে। তাকে বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা এ পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম বলেছেন, "এটি আমানউল্লাহর তৃতীয় সন্তান, এবং একটি শিশুকে এইভাবে হত্যা করা হয়েছে, যা দেখে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরজুন বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।"