মাস শেষে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৪ ডিগ্রিতে
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি;
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৪২ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৪২ PM
উত্তরের হিমালয় কাছে হওয়ায় বাড়ছে তীব্র শীতের মাত্রা শনিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় এ জেলায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে হিমপ্রবন উপজেলা তেঁতুলিয়ার মানুষ জন।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে শীতকে উপেক্ষা করেই দরিদ্র শ্রেণির মানুষগুলো ছুটছেন কাজের উদ্দেশ্যে। ভোরে বিভিন্ন স্থান দেখা যায়, কুয়াশা নেই সূর্য ডুবতেই শুরু হয় তীব্র ঠান্ডা এই ঠান্ডায় বাইক চালানো রাতে খুবই কষ্টকর। হালকা কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত।