প্রেমিককে পেতে পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিকার চিঠি

পাগলা মসজিদে
  © সংগৃৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া যায় চিঠিও। সেখানে ইয়াছিন আরাফাত নামের এক প্রেমিককে জীবনসঙ্গী হিসেবে পেতে চিঠি লিখেছেন এক নারী। শনিবার ১০টি দানবাক্স ও একটি ট্রাংক থেকে ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন চিরকুট।

দানবাক্সে পাওয়া চিঠিগুলোর একটিতে একজন প্রেমিকা তার প্রিয় মানুষ ইয়াছিন আরাফাতকে জীবনসঙ্গী করে পেতে চিঠি লিখেছেন। নিচে চিঠিটি হুবহু তুলে ধরা হলো : 

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
হে আমার রব, তুমি আমার প্রিয় মানুষটাকে আমার জীবন সঙ্গী হিসেবে আমায় করে দাও। আমি তোমার পরে আমার মা-বাবা, তারপরে আমি তাকে অনেক ভালোবাসি। তুমি তো সবকিছুই জানো। আমি আমার প্রতিটি মোনাজাতে শুধু তাকেই চাই। আল্লাহ সে যদি আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে তুমি তার ভিতর কল্যাণ দান করো- আর আমার করে দিও। আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি আমার প্রিয় মানুষটাকে আমার করে দিও। 

ইতি 
মনি আক্তার

উল্লেখ্য, গতকাল কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এবার ৩ মাস ১৪ দিন পর মসজিদের দশটি দানবাক্স ও একটি ট্রাংক খোলা হয়। প্রায় ৪০০ জনের একটি দল ১০ ঘণ্টা গণনা শেষে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে।