পটুয়াখালীর দুমকীতে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালী
সাইফুল কাজী (২১)  © সংগৃহীত

পটুয়াখালীর দুমকীতে সাইফুল কাজী (২১) নামের এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, রবিবার (১ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবয়েড়া এলাকার দেলোয়ার কাজীর ছেলে সাইফুল নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার আজিজ আহম্মেদ কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র ছিল। স্বজনরা অভিযোগ করে বলেন, এই ছেলে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। যেখান থেকে এই ছেলের লাশ উদ্ধার করা হয়েছে সে আড়া ও ফ্লোরের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। আর ছেলেটির উচ্চতা হল ৫ ফুট ৫ ইঞ্চি। এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা হতে পারে না।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় দুমকী থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।