নোয়াখালীতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

নোয়াখালী
  © টিবিএম

নোয়াখালীতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকালে নোয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ে উপজেলা শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার এবং আইটি সুপারভাইজারগণের উপস্থিতিতে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

নোয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর- রশীদ এর সভাপতিত্বে নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইশতিয়াক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।

WhatsApp Image 2024-12-01 at 5-59-50 PM

এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু নোমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, “অর্থনৈতিক শুমারি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভবিষ্যতে রাষ্ট্রের উন্নয়ন কর্মপন্থা নির্ধারণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন বাংলাদেশ গড়তে নির্ভুল তথ্য সংগ্রহ, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে শুমারি কার্যক্রম সম্পন্ন করতে সকলের প্রতি আহবান জানান তিনি”

উল্লেখ্য, “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” স্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশে আগামী ১০ ডিসেম্বর থেকে অর্থনৈতিক শুমারি শুরু হবে। ১৫ দিনব্যাপী এই শুমারি চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মূল তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পরপর শুমারি করে থাকে সংস্থাটি।