সিরাজগঞ্জে দুই সাব-রেজিস্ট্রারকে বদলি
- মোঃ রবিউল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি;
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ PM
সিরাজগঞ্জে দুটি উপজেলার সাব-রেজিস্ট্রারকে বদলি ও একজনকে পদায়ন করেছে সরকার। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলিকৃত রায়গঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার সাগর দাসকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ ও কাজীপুর উপজেলার সাব রেজিস্ট্রার আসিফ নেওয়াজকে নাটোরের সিংড়ায় বদলি করা হয়েছে। একই সঙ্গে পাবনার ভেড়া উপজেলার সাব রেজিস্ট্রার ইশরাত জাহানকে সিরাজগঞ্জ সদরে পদায়ন করা হয়।
জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৫ ডিসেম্বরের মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক বিধি মোতাবেক বদলি করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।