সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ
  © ফাইল ছবি

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৯) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মুলিবাড়ির চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  জানান, বিকেলে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। পরে স্থানীয়রা মুলিবাড়ি এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাতনামা ওই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে।