তেঁতুলিয়ায় বিনামূল্যে বীজ-সার পেয়ে কৃষকের মুখে হাসি ৭৫০০জন পেলেন এই বীজ
- জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি;
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ PM
তেঁতুলিয়ার ২০২৪ -২০২৫ অর্থ বছরে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার পাচ্ছে সাত হাজারের অধিক ক্ষুদ্র ও প্রান্তিক চাষি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে উৎসবমুখর পরিবেশে প্রান্তিক চাষিরা লাইন ধরে তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ কার্যালয় হতে বীজ ও সার নিতে দেখা গেছে। কৃষি সম্প্রসারণ কার্যালয়ে গিয়ে দেখা যায়, কৃষি সম্প্রসারণ কার্যালয়ের বাস্তবায়নে চাষিরা লাইন ধরে গমের বীজ সংগ্রহ করছেন। পাঁজনকে গ্রুপ তৈরি করে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে দেয়া হচ্ছে সার ও বীজ।
বীজ ও সার নিতে আসা উপজেলার শালবাহান ও তিরনইহাট ইউনিয়নের চাষি শামসুল হক জানান, তার পাঁচ বিঘা জমি রয়েছে। এসব জমিতে তিনি গম ও অন্যান্য ফসল উৎপাদন করবেন। এ অর্থ বছরে তিনি কৃষি সম্প্রসারণ কার্যালয় হতে ২০ কেজি গম ও ২০ কেজি সার বিনামূল্যে পেয়েছেন। একই কথা বলেন একই এলাকার আশরাফুল করিম ও রবিউল হোসেন। তারা জানান, সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে গম ও সার পেয়ে খুঁশি তারা। ফসল উৎপাদনে কৃষকদের পাশে এভাবে দাঁড়াতে সরকারের আরও সহযোগিতা চান তারা।
উপ-সহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষন অফিসার মোতালেব হোসেন জানান, ২০২৪ -২০২৫ অর্থ বছরের প্রনোদনায় আওতায় তেঁতুলিয়া উপজেলায় ৭ হাজার ৪শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষি বীজ ও সার পাচ্ছেন। এর মধ্যে জনপ্রতি কৃষক ২০ কেজি করে গম ও ২০ কেজি করে সার পাচ্ছেন ৬ হাজার কৃষক,সরিষা বীজ পাচ্ছেন ৫শ জন, ভুট্টা ৩০০ জন, চীনা বাদাম ও শীতকালিন পেয়াজসহ অন্যান্য বীজ পাচ্ছেন ৬০০ জন কৃষক। বিতরণ হিসেবে ৭ টি ইউনিয়নের মোট ১৫ টি দলে বিভক্ত করে প্রতি দলে ৫ জন করে মোট ১৫০ জন কৃষকের মাঝে জন প্রতি ১ কেজি করে সরিষার বীজ ১০ কেজি ডেপ সার ও ১০ কেজি পটাশ সার বিতরণ করে কৃষি সার ও বীজ দেয়া হচ্ছে।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামানা ফেরদৌস বলেন, কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলায় ৭ হাজার ৪শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাছে বিনামূল্যে গম, সরিষা, ভুট্টা, চীনা বাদাম ও শীতকালিন পেয়াজের বীজ বিতরণ করা হচ্ছে। প্রতিজন কৃষক ২০ কেজি গম ও ২০ কেজি সার পাচ্ছেন। পাশাপাশি অন্যান্য বীজও পাবেন। কৃষকরা যাতে এসব বীজ রোপন করে ফসল উৎপাদন করে এটাই সরকারের চাওয়া। আমরা চাষিদের ফসল উৎপাদনে সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় পরামর্শসহ বিনামূল্যে সার ও বীজ বিতরণ, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।