সিরাজগঞ্জে মাদকসহ বিএনপি নেতা আটক
- মোঃ রবিউল ইসলা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি;
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ PM
সিরাজগঞ্জ পৌর শহরে বাবু শেখ নামের এক বিএনপি নেতাকে মাদকসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৮,৮৫০ (আট হাজার আটশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।
আটককৃত বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাসুমপুর মহল্লার দানিজ শেখের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যৌথ বাহিনীর একটি অভিযানে হেরোইনসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর বুধবার (৪ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।