ক্যান্সারে আক্রান্ত হানিফকে বাঁচাতে এগিয়ে আসুন

ঢাবি
মো. হানিফ  © সংগৃহীত

কানিজ ফাতেমার (রিংকি) তিন সন্তান, দুই মেয়ে ও এক ছেলে। তিনজনই পড়ালেখা করেন। সুখের সংসার। কিন্তু বিপত্তি বাদে যখন জানতে পারেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী মো. হানিফ মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

কান্নাজড়িত কণ্ঠে কানিজ জানান, হানিফ দীর্ঘদিন থেকে হেপাটাইটিস রোগে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ ছাড়াও পাশ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা করান তিনি। এরপর সুস্থ ছিলেন হানিফ। কিন্তু সম্প্রতি অসুস্থতা বেড়ে যাওয়ায় আবার ভারতে চিকিৎসকের শরনাপন্ন হন কানিজ।

তিনি জানান, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে জানায়, হানিফের লিভারে মরণব্যাধি ক্যান্সার হানা দিয়েছে। 

ডাক্তার জানিয়েছে, তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এতে খরচ পরবে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা।

ক্ষুদ্র ব্যবসায়ী হানিফ কোনমতে ব্যবসা করে তিন সন্তানের পড়ালেখার খরচ ও পরিবারের দেখভাল করেন। কিন্তু হঠাৎ মরণব্যাধিতে আক্রান্ত হওয়ায় ভেঙে পড়েছে তার ভবিষ্যৎ।

কানিজ দ্য বাংলাদেশ মোমেন্টসকে জানান, ‘আমি পাগলের মতো এখানে সেখানে ঘুরতেছি। সে (হানিফ) যদি মারা যায় তাহলে আমার কি হবে, আমাদের ছোট ছোট তিন সন্তানকে কে দেখবে।’

তিনি বলেন, ‘আমার যে দোকান আছে তা বিক্রি করে দিচ্ছি। অনেক টাকা দরকার। সবার সহযোগিতা পেলে হয়তো আমার স্বামীকে বাঁচান সম্ভব।’

হানিফকে খুব তাড়াতাড়ি লিভার ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বিধান সি দাস।

স্বামীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন কানিজ ফাতেমা। তিনি বলেন, ‘সবাই যদি এক টাকা করেও দেয় তাহলে হয়তো আমার স্বামীকে বাঁচানো যাবে।’

আগ্রহীরা হানিফের চিকিৎসা সংশ্লিষ্ট খোঁজখবর ও সহযোগিতার জন্য কানিজ ফাতেমা (রিংকি) +880 1857-899333 নম্বরে যোগাযোগ করতে পারেন।