তেঁতুলিয়ায় রিকশা-ভ্যান সমিতির কমিটি গঠন
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ PM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ PM
তেঁতুলিয়ায় ব্যাটারী চালিত রিকশা-ভ্যান সমিতি রেজি:নং রাজ-১৬২৩ এর কমিটি গঠন করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট্য কমিটিতে সভাপতি মোঃ মনসুর আলম, সম্পদক বেলাল হুসেন, সাংগনিক সম্পাদক আলম, কষাদক্ষ কমরুল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সড়ক আজাহার আলী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাধারণ হাসমত আলী, সাংস্কৃতি সম্পাদক সুরুজ আলী, সহ সভাপতি ইসমাঈল হোসেন, কার্যকারী সদস্য জামিল হুসেন হাসমত আলী। গত বৃহস্পতিবার সকাল ১১ টায় তেতুলিয়া চৌরাস্তা বাজার নিজস্ব কার্যলয়ে ২৯৮জন সদস্য উপস্থিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ কমিটি গঠনকরা হয়। প্রধান নির্বাচন কমিশন আবু হানিফের সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়হক শাহাদত হোসেন রনজু¡, সহকারী নির্বাচন কমিশন সাইদুর রহমান মিয়া ও তোফাজ্জল হোসেন বিবøপ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খন্দকার আবু নোমান এনাম আহবায়ক উপজেলা যুবদল, মৎসজীবি দলের সভাপতি আসিক ইকবাল, উপজেলা তাতি দলের সভাপতি রুমোন, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক আবুবক্কর সিদ্দীক, তেঁতুলিয়া সদর পাথর বালি সমিতির সভাপতি তোহিদুল ইসলামসহ গন্যমান্য ব্যাক্তি ও রিকশা-ভ্যান সমিতির সদস্যগণ।