দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ PM
দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের চকৈ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান।
ওসি জানান, নিহতদের মধ্যে বাস ও ট্রাকের চালক এবং দুই বাসযাত্রী রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য জানা যায়নি।
তিনি জানান, আহতদের প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি গফুর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বাসের সাথে ধানবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।