কনকচাঁপার সমর্থকদের ওপর হামলা, বিএনপির তদন্ত কমিটি

সিরাজগঞ্জ
  © সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুরে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা বিএনপি ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে। বৃহস্পতিবার  বিকেলে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এনামুল হকের সই করা একটি পত্রে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪ ডিসেম্বর কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে দলের অনাকাঙ্ক্ষিত সমস্যার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। কমিটির তিন সদস্যরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা এবং তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল হাসান হামলার বিষয়ে বলেন, বুধবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারে কণ্ঠশিল্পী কনকচাঁপার সমর্থকরা বিএনপির প্রচারণা করছিল। এ সময় বর্তমান উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কনকচাঁপার অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম  বলেন, ওই ঘটনায় আজ দুপুরে রবিউল হাসান (টেনিস) নামের একজন ২৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। বর্তমান সেটি মামলার পর্যায়ে রয়েছে। এদিকে এ ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই দাবি করে উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, এ হামলার ঘটনাটি একদম অনাকাঙ্ক্ষিত।