ছেলেকে হারিয়ে দিশেহারা মা, ৪০ দিনেও মেলেনি খোঁজ

 সিরাজগঞ্জ
  © সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪০ দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শামীম হোসেন (১৩)। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও কোনো হদিস পাচ্ছে না পরিবার। এদিকে সন্তানকে হারিয়ে মা শাহিনুর খাতুন ঘুরছেন পুলিশের দ্বারে দ্বারে। শিশু শামীম অপহরণ নাকি নিখোঁজ এ নিয়েও দেখা দিয়েছে ধুম্রজাল।

গত ২৮ অক্টোবর উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা রাস্তার মোড় থেকে শামীম নিখোঁজ হয় বলে থানায় জিডি করেন মা শাহিনুর খাতুন। এ জিডির পর আজও কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ। নিখোঁজ শামীম হোসেন একই গ্রামের মাইদুল ইসলামের ছেলে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে সন্তান হারানোর বেদনা নিয়ে মা শাহিনুর খাতুন বলেন, সন্তান নিখোঁজ হওয়ার পর পরিবারের সবাই উৎকণ্ঠার মধ্যে রয়েছে। জানি না আমার ছেলেটা বেঁচে আছে কি না। ওর অপেক্ষায় ৪০ দিন ধরে পথ চেয়ে আছি। থানায় জিডিও করেছি। তবুও কেউ ওর সন্ধান দিতে পারছে না। আল্লাহ যেন আমার সন্তানকে দ্রুত ফিরে দেয়।

শাহহাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন কুমার বলেন, ওই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ২১ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করেছে পরিবার। আমরা দেশের প্রত্যেক থানায় এটি অবহিত করেছি। একই সঙ্গে শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।