পঞ্চগড় জেলায় ৭ হাজার শিক্ষার্থীনিয়ে শীত আনন্দ উৎসবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ প্রদান

তেঁতুলিয়া
  © টিবিএম

পঞ্চগড়ের সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় এই শীত আনন্দ উৎসব শুরু হয়। এছাড়াও শিশুস্বর্গ ফাউন্ডেশন আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি ও বিষেশ অতিথির মাঝে সম্মাননা তুলে দেওয়া হয় ।

অনুষ্ঠানে বোদা উপজেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৫০০ শিশু শিক্ষার্থীর হাতে  শীতবস্ত্র ও স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সাবেত আলী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়ার সংঞ্চালনায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের সাচিব প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি,পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা সিনিয়র পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল রুনা লাইলা,বোদা উপজেলা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ,এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিঃ ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন।এসময় আরোও বক্তব্য রাখেন,বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির,বোদা উপজেলা অফিসার ইনচার্জ, আজিম উদ্দীন,পঞ্চগড় জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সুলতান রাজিয়া,তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধাণ  শিক্ষক আরতী রানী রায়,

অনুষ্ঠানে বক্তারা বলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ও এর প্রতিষ্ঠাতা কবীর আকন্দ পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে শিশুদের জীবন মান উন্নয়নে কাজ করছে। এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় এ ধরণের উদ্যোগ মানবিকতার অনন্য উদাহরণ। এ উদ্যোগকে স্বাগত জানাই।

স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবির আকন্দ তিনি জানান,২০০৮ সালে দর্জিপাড়া গ্রাম থেকে এর কার্যক্রম শুরূ হয় আমার একান্ত ভালোলাগা থেকে।পঞ্চগড় জেলায় ৭ হাজার শিক্ষার্থীনিয়ে শীত আনন্দ উৎসব ২০২৪ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির পৃষ্টপোষকতায় অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে লেখাপড়া করছেন। ইতোমধ্যে অনেকেই পড়াশোনা শেষ করে সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করছেন।শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র যৌথ উদ্যোগে প্রত্যন্ত এলাকার শিশুদের হাতে শীতের পোশাক ও স্কুল ব্যাগ সরবরাহ করে শিশুদের মুখে হাসি ফুটাতে পেরেছি।আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন,বোদা ইউপি ৩নং বেংহাড়ি বনগ্রাম চেয়ারম্যান সাবের আলী,ব্যাবস্থাপক পরিচালকমেহেদী হাসান বাবলা, পঞ্চগড় জেলা চ্যালেন-২৪ প্রতিনিধি হোসেন রায়হান,ফুলতলা প্রি-ক্যাডেট স্কুর এন্ড কলেজ প্রধান প্রতিষ্ঠাতা তোজাম্মেল হক. পঞ্চগড় জেলা বেংহাড়ি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোস্তাফিজুর রহমান(মোস্ত)।শিশুস্বর্গের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় গণমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।