আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

তেঁতুলিয়া
  © টিবিএম

”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপদ্যকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলায় আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। সোমবার ৯ ডিসেম্বর আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ তেঁতুলিয়া উপজেলা চত্তরে মানববন্ধন করে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভায় আতাউর রহমান মানিকের সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু হিরা কান্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহবুবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস কর্মকর্তা মাহাবুবুর আলম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ বম্মণ,তেঁতুলিয়া কাজী শাহা. বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রেন্সিপাল এমদাদুল হক,কাজী শাহা.বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক ওমর ফারুক,উপজেলা মহিলা বিষয়কের প্রশিক্ষক শাহাজাহান আলী, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজুল ইসলাম তাজ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক ,তেতুলিয়া বৈষম্য আন্দোলনের সমন্নয়ক হযরত আলী, প্রমুখ।

এছারাও উপস্থিত ছিলেন,দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ,উপজেলা সকল কর্মকতা কর্মচারীগণ সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ স্কুল ও মহিলা বিষয়কের প্রশিক্ষনার্তী উপস্থিত ছিলেন।