শহীদদের প্রতি শ্রদ্ধায় পুষ্পস্তবকে ভরে গেছে বিজয় স্তম্ভ
- ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ PM
পাবনার ঈশ্বরদীতে মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার পূষ্পস্তবকে ভরে গেছে বিজয় স্তম্ভ। আজ সোমবার (১৬ ডিসেম্বর) ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পাবনার ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ে স্থাপিত বিজয় স্তম্ভে অসংখ্য মানুষ দেশ স্বাধীনে আত্মত্যাগে শহীদ হওয়া বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সমাগত হন। এসময় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বয়োবৃদ্ধরা লাল সবুজের পোশাক পড়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরন করেন।
শ্রদ্ধা জানাতে এসে অনেকেই বিজয়ের স্বাদ ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নিজের অনুভুতির বহিঃপ্রকাশ করছেন। এসময় কথা হয় সমকাল সহৃদ নামে একটি সামাজিক সংগঠনের একজন সদস্য আব্দুল আলিম বিশ্বাস মিঠুর সঙ্গে। তিনি বলেন, বিজয় দিবস মানুষের জীবনের একটি কাঙ্ক্ষিত বিষয়। বাঙালি জাতির বিজয় অর্জনের আজ ৫৩ বছর পূর্ণ হলো। দেশের জন্য যারা নিজেদের জীবন দিয়ে আমাদের জন্য একটি সার্বভৌম দেশ এনে দিয়েছে সেই বীর সন্তান ও শহীদদের মনের গভীর থেকে শ্রদ্ধা জানায়। এ বিজয়ের স্বাদ অন্যরকম।
ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির শতবর্ষী একটি ইতিহাস। আজকের এই বিজয় অর্জনের জন্য লক্ষ লক্ষ প্রানের বিসর্জন দিতে হয়েছে। আজকের এই বিজয় দিবসটি বাঙালি জাতির একটি আনন্দের দিন কারন এই দিনে আমরা স্বাধীনতার স্বীকৃতি পেয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের বিজয় স্তম্ভে এসে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে খুব গর্ববোধ করছি।
এদিকে সকাল ৯ টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিশাল র্যালি নিয়ে বিজয় স্তম্ভে এসে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদদের স্মরনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলা জামায়াতে আমির অধ্যাপক আবু তালেব মন্ডল তার নেতাকর্মীদের নিয়ে উপজেলা জামায়াত ইসলামির কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালি নিয়ে প্রধান সড়ক পদক্ষিন শেষে আলহাজ্ব মোড়ে র্যালিটির সমাপ্তি ঘোষনা করেন।
ফুলেল শ্রদ্ধা জানাতে এসে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, বিগত ১৫ বছর যারা স্বৈরচারীতা কায়েম করেছে আজ বিজয় দিবসে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজয়ের ৫৩ বছরেও বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে পারেননি সেই পতিত সরকার। ৫৩টি বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা এখনো গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশের গনতন্ত্র ফিরিয়ে আনা হবে।